দূত ও সাধু-সাধ্বীগণের উদ্দেশ্যে

দূত ও সাধু-সাধ্বীগণের উদ্দেশ্যে

হে মানব প্রেমী সাধু আন্তনী

১। হে মানব প্রেমী সাধু আন্তনী চারদিকে হোক তোমার জয়ধ্বনি ।
বুকে তোমার ঐশ বাণী, শ্রদ্ধায় ছুঁয়েছি তাই চরণ দু'খানি ।
সাধু আন্তনী যেন প্রেমের স্রোতস্বিনী, সাধু আন্তনী যেন মিলনের ধ্বনি ।।
২। হে স্বর্গলোকের মহাদূত সাধক ভালবাসার তুমি উজ্জ্বল আলোক ।
পবিত্রতার আদর্শ হয়ে আজীবন ধরে তা দিলে বিলিয়ে ।
৩। হে পরম পিতার বিশ্বস্ত সাথী, এ জগতে গড়লে তুমি বিশ্বাস ভিত্তি ।
ধ্যানের প্রতীক তুমি গুণী জ্ঞানী, কোটি কোটি ভক্তের তুমি হৃদয়মণি ।।
৪। শিশু যীশুর মত সরল হৃদয়ে, সদা প্রভুর বাণী দিলে বিশ্বে ছড়িয়ে ।
আনন্দের উৎস তুমি, ভক্ত মাঝে আছ সদা পবিত্রতার গন্ধরাজ।।

যীশুর পালক পিতা তুমি,

(শুধুমাত্র গির্জার প্রতিপালক সাধু যোসেফের উদ্দেশে)
যীশুর পালক পিতা তুমি, হে পুণ্য সাধু যোসেফ
তোমার নামে উৎসর্গীকৃত এ পুণ্য প্রার্থনা গৃহ ।
পিতৃসুলভ ভালবাসা দিয়ে যীশুকে করেছ লালন পালন ৷
অতি যতনে মা মেরীর (২) করেছ রক্ষণাবেক্ষণ ।।
ধন্য ধন্য সাধু যোসেফ, ধন্য তব নাম, ধন্য তব নাম ।
তোমার মত ধর্মভীরু হতে শেখাও মোদের সর্বক্ষণ
ভক্তি-বিশ্বাস অন্তরেতে (২) সদা ডাকি তোমায় ।
যারা আসিবে এই প্রার্থনা গৃহে আশিস দিও তুমি তাহাদের
প্রভু যীশুর কাছে সকলের তরে (২) আশিস কৃপা চাহো ।
ধন্য ধন্য সাধু যোসেফ, ধন্য তব নাম, ধন্য তব নাম ।।

যীশুর পালক পিতা তুমি

যীশুর পালক পিতা তুমি, হে পুণ্য সাধু যোসেফ
চরণে তোমার রাখি প্রণাম, গ্রহণ কর হে মহান ।
পিতৃসুলভ ভালবাসা দিয়ে যীশুকে করেছ লালন পালন ।
অতি যতনে মা মেরীর (২) করেছ রক্ষণাবেক্ষণ ।।
ধন্য ধন্য সাধু যোসেফ, ধন্য তব নাম, ধন্য তব নাম ।
তোমার মত ধর্মভীরু হতে শেখাও মোদের সর্বক্ষণ
ভক্তি-বিশ্বাস অন্তরেতে (২) সদা ডাকি তোমায় ।
যারা আসে তোমার কাছে আশা নিয়ে
আশিস দাও তুমি তাহাদের
প্রভু যীশুর কাছে সকলের তরে (২) আশিস কৃপা চাহো ৷
ধন্য ধন্য সাধু যোসেফ, ধন্য তব নাম, ধন্য তব নাম ।।

হে মারীয়ার রক্ষক

১। হে মারীয়ার রক্ষক, সেবক তাঁর পুত্রের
মরুভূমির মত পথ এ জগতের।
বালুকার সমুদ্রে বিশ্রামের স্থান নাই
প্রিয় রাণীটির বর, তোমার আশ্রয় চাই ।
২। পরিচালক রক্ষক তুমি যাত্রীদের
পেলে ভার যীশু-মারীয়ার রক্ষণের।
হে পবিত্র যোসেফ, আমার সঙ্গী হও
প্রিয় রাণীটির বর, আমায় ধরে লও ।
৩। কত সম্মান তোমার, বৃদ্ধ সূত্রধর
ঈশ্বরের ছায়াবৎ হ'লে ভব পর।
পিতৃবৎ যীশুরে পালতে নিলে ভার
প্রিয় রাণীটির বর, পিতা হও আমার ।
৪। পেলে ভার রক্ষণের যীশু-মারীয়ার
ডাকি তোমায় আমি অযোগ্য তোমার ।
স্বর্গে তোমার সমান কোন সাধু নাই
প্রিয় রাণীটির বর, তোমার স্নেহ চাই ।

ধন্য পবিত্র যোসেফ

ধন্য পবিত্র যোসেফ, প্রণমি পদে তোমার ।
তুমি ঈশসুতে, মারীয়ারে রক্ষিবার পেলে ভার ।
১। রক্ষিবারে ঈশসুতে, মিশরে গেলে নিশীথে
ঈশ্বর আজ্ঞা পালিতে বহু কষ্টে অগ্রসর ।
২। ঈশ্বরের পালক পিতা, কুমারী মারীয়ার ভরতা
দৃশ্যভাবে হলে নেতা কুমারীত্ব রেখে তাঁর ।
৩। কুমারী মারীয়া মারে চিরশুদ্ধা রাখিবারে
পবিত্রতা ধারণ করে থাকিলে চিরকুমার।
৪। ধন্য যোসেফ সুজন, তুমি কেমন ভাগ্যবান
রক্ষিলে ঈশনন্দন, এমন ভাগ্য হবে কার ।
৫। করি বহু পরিশ্রম, দেখাইয়াছ তব প্রেম
নাহি দেখি তব সম প্রেম এ বিশ্ব মাঝার ।
৬। জগন্মাতা রক্ষিবারে, মনোনীত করি তোমারে
স্বয়ং প্রভু তব করে দিয়েছেন অধিকার ।
৭। যেমন যীশু তব কোলে, ছিলেন শৈশবকালে
মরিলে যেন সকলে থাকি মোরা কোলে তাঁর

Melody-of-Prayer