Melody of Prayer

শোকময় পঞ্চ-নিগুঢ়তত্ত্ব

📅 বলা হয়: মঙ্গলবার, শুক্রবার ও প্রায়শ্চিত্তকালের সকল রবিবার

হয়

🗓️ আজকের ক্যালেন্ডার

ক্রুশের চিহ্ন

পিতা ও পুত্র ও পবিত্র আত্মার নামে। আমেন।

প্রভুর প্রার্থনা

হে আমাদের স্বর্গস্থ পিতা,
তোমার নাম পূজিত হোক;
তোমার রাজ্য প্রতিষ্ঠা হোক।
তোমার ইচ্ছা যেমন স্বর্গে, তেমনি মর্তে ও পূর্ণ হোক।
আমাদের দৈনিক অন্ন অদ্য আমাদিগকে দাও
এবং আমরা যেমন আমাদের অপরাধিদ ক্ষমা করি,
তেমনি তুমিও আমাদের অপরাধ ক্ষমা কর;
আর আমাদের প্রলভনে পড়তে দিও না
কিন্তু অনর্থক হতে রক্ষা কর।
-আমেন।

প্রণাম মারীয়া (৩ বার)

প্রনাম মারিয়া প্রসাদ পূর্ণা, প্রভু তোমার সহায়, তুমি নারীকুলে ধন্যা, তোমার গর্ভ ফল যীশু ও ধন্য। হে পূন্যময়ী মারীয়া ঈশ্বরজননী আমরা পাপী,এক্ষণে আমাদের মৃত্যু কালে,আমাদের মঙ্গল প্রার্থনা কর। আমেন

ত্রিত্ত্বের জয়

পিতা, পুত্র ও পবিত্র আত্মার জয় হোক। আদিতে যেমন হইত, এখনও যেমন হইতেছে এবং যুগে যুগে সতত হইবে। -আমেন।

  1. গেৎসিমানী বাগানে যীশুর মর্মবেদনা: গেৎসিমানী বাগানে প্রভু যীশু খ্রিষ্ট আমাদের পাপ স্মরণ করে গভীর দুঃখমগ্ন হলে তাঁর শরীর থেকে রক্তময় ঘাম ঝরল। এস, আমরা এই নিগুঢ়তত্ত্ব ধ্যান করি ।
  2. ১ প্রভুর প্রার্থনা, ১০ প্রণাম মারীয়া, ১ ত্রিত্ত্বের জয়

    হে প্রিয় যীশু, আমাদের পাপ ক্ষমা কর, নরকের অগ্নি হতে আমাদের রক্ষা কর, সকল আত্মাকে স্বর্গের পথে চালাও, বিশেষতঃ যাহাদের জন্য তোমার দয়া একান্ত আবশ্যক।
  3. যীশুর গাত্রে কশাঘাত প্রভু যীশুকে পিলাতের বাড়িতে থামে বেঁধে খুব নিষ্ঠুরভাবে কশাঘাত করা হল। এস, আমরা এই নিগুঢ়তত্ত্ব ধ্যান করি ।
  4. ১ প্রভুর প্রার্থনা, ১০ প্রণাম মারীয়া, ১ ত্রিত্ত্বের জয়

    হে প্রিয় যীশু, আমাদের পাপ ক্ষমা কর, নরকের অগ্নি হতে আমাদের রক্ষা কর, সকল আত্মাকে স্বর্গের পথে চালাও, বিশেষতঃ যাহাদের জন্য তোমার দয়া একান্ত আবশ্যক।
  5. যীশুর কাঁটার মুকুট ধারণ: নিষ্ঠুর সৈন্যরা ধারালো কাঁটার মুকুট বানিয়ে যীশু খ্রিষ্টের মাথায় জোর করে পড়িয়ে দিল।এস, আমরা এই নিগুঢ়তত্ত্ব ধ্যান করি ।
  6. ১ প্রভুর প্রার্থনা, ১০ প্রণাম মারীয়া, ১ ত্রিত্ত্বের জয়

    হে প্রিয় যীশু, আমাদের পাপ ক্ষমা কর, নরকের অগ্নি হতে আমাদের রক্ষা কর, সকল আত্মাকে স্বর্গের পথে চালাও, বিশেষতঃ যাহাদের জন্য তোমার দয়া একান্ত আবশ্যক।
  7. যীশুর ক্রুশ বহন: মৃত্যুদণ্ডের আদেশ হওয়ার পর, প্রভু যীশু খ্রিষ্ট এক বিশাল ভারী ক্রুশ বহন করে কালভারী পর্বতে নিয়ে গেলেন। এস, আমরা এই নিগুঢ়তত্ত্ব ধ্যান করি ।
  8. ১ প্রভুর প্রার্থনা, ১০ প্রণাম মারীয়া, ১ ত্রিত্ত্বের জয়

    হে প্রিয় যীশু, আমাদের পাপ ক্ষমা কর, নরকের অগ্নি হতে আমাদের রক্ষা কর, সকল আত্মাকে স্বর্গের পথে চালাও, বিশেষতঃ যাহাদের জন্য তোমার দয়া একান্ত আবশ্যক।
  9. যীশুর ক্রুশরোপণ: প্রভু যীশু খ্রিষ্ট তাঁর শোকার্ত মায়ের সামনে অসহনীয় কষ্টভোগ করে আমাদের পরিত্রাণের জন্য ক্রুশের উপর প্রাণত্যাগ করলেন। এস, আমরা এই নিগুঢ়তত্ত্ব ধ্যান করি ।
  10. ১ প্রভুর প্রার্থনা, ১০ প্রণাম মারীয়া, ১ ত্রিত্ত্বের জয়

    হে প্রিয় যীশু, আমাদের পাপ ক্ষমা কর, নরকের অগ্নি হতে আমাদের রক্ষা কর, সকল আত্মাকে স্বর্গের পথে চালাও, বিশেষতঃ যাহাদের জন্য তোমার দয়া একান্ত আবশ্যক।
Melody-of-Prayer