পুনরুত্থান

পুনরুত্থান

একি করুণা তুমি প্রকাশিলে

একি করুণা তুমি প্রকাশিলে এই অধম পাপীর জন্য
এই মৃত্যু তুমি ক্রুশে দিলে সে তো অধম আমারি জন্য ।
মানুষের তরে মানুষের ঘরে জনম নিলে । ।
স্বর্গের বাণী বলে গেল যত জগতের লোক শোন
ইনি আমার প্রিয় পুত্র, ইহার কথা শোন (৩)
মানুষ রূপে মানুষের মাঝে প্রেম প্রকাশিলে ।।
জগতের যত নর-নারী শিশু শুনে যাও এ বারতা
পাপীদের তরে প্রাণ দিয়েছেন, যীশুই মুক্তিদাতা (৩)
মৃত্যুর হুল পরাজিত করে যীশু উঠেছেন।।

কবরে নাইরে যীশু

কবরে নাইরে যীশু কবরে নাই
(যীশু) মৃত্যুরে জয় করেছে আর শঙ্কা নাই ।।
আকাশে বাতাসে শুনি যীশু নামের জয়ধ্বনি ।
মুক্তির নব বাণী পেয়েছি সবাই ।।
এসো যীশু নামে মজিয়ে হৃদয়-বীণা বাজিয়ে
যীশুগুণ-গানে ধরণী মাতাই । ।
এসো দুই বাহু তুলিয়ে হেলিয়ে দুলিয়ে
মৃত্যুঞ্জয়ী যীশুর মহিমা গান গাই ।।

এই দেখ, খ্রীষ্টের জ্যোতি

এই দেখ, খ্রীষ্টের জ্যোতি
এসো, এ পুণ্য জ্যোতির মহিমা ঘোষণা করি ।।
যুগ যুগ ধরে হে পুণ্য জ্যোতি
জয় হোক, জয় হোক, জয় হোক তোমারি ।।

এই প্রশান্ত রাত্রি

এই প্রশান্ত রাত্রি পবিত্র হোক
এই সুপ্ত পৃথিবী জাগরিত হোক।।
প্রদীপ হাতে নিয়ে চলো
প্রভুর মহিমা গান বলো
হাতে হাত মিলিয়ে হিংসা-দ্বেষ ভুলে
নতুন পৃথিবী গড়ে তোল ।।
আগুনের পরশে জ্বলে তব সত্য
জলের অবগাহনে নব হয় নিত্য ।
জীবনের গান গেয়ে চলো
জীবনের কালিমা ভুলো
অতুল আনন্দে, নব আশা ছন্দে
পূর্ণ পৃথিবী গড়ে তোল।।

প্রভু যীশুর আজিকে হল জয়

প্রভু যীশুর আজিকে হল জয়, সমাধি শূন্য, পাপের পরাজয়।।
মৃত্যুরে তিনি করিলেন জয়, আনিলেন নবজীবন অমৃতময় ।
দিয়েছেন মুক্তি মানবেরে তিনি বিশ্ব ভুবন আনন্দময় । ।
মরণ-জয়ীর হয়েছে উদয়, জীবনের বাণী তাঁহাতেই রয়
রাজাধিরাজ তিনি মহিমাময়, গাহিব তাঁরি জয়, তিনি প্রেমময় ।।

আনন্দে মাতো সবে মহাসংকীর্তনে

আনন্দে মাতো সবে মহাসংকীর্তনে, প্রভু যীশুর হলো জয় ।
কবর হতে আজ উঠিল রে প্রভু, নেই রে আর কোন ভয় ।।
দিকে দিকে আজ খুশির জোয়ার উঠেছে
আল্লেলুইয়া বলে সবাই মধুর তান ধরেছে।
আজ মানুষে মানুষে সুমিলন হলো,
সে পাপেতে আর নাহি রয় ।।
আঁধারের রাত্রি গেলো কেটে
পাপের চিহ্ন সব গেলো মুছে ।
দেখো দেখো সবে মহা সগৌরবে প্রভু কবর ছেড়েছে
মরণকে জয় করে মানবের ত্রাণ এনেছে।
তাই এসো নতশিরে তাঁহার বন্দনা করি, তিনি সবার অভয়।।

আজ মহাপরিত্রাণ ভাই

আজ মহাপরিত্রাণ ভাই, আজ মহাপরিত্রাণ
যীশু উঠেছেন, দেখ, পাপীরে করিতে ত্রাণ ।।
১। চেয়ে দেখ কবর পানে যীশুর দেহ নাই সেখানে
(শুধু) বস্ত্রগুলি পড়ে আছে দূতে করে সাক্ষ্যদান ।।
২। বিশ্বাসী যদিও মরে, তবু সে উঠিবে পরে
(ও ভাই) মৃত্যুঞ্জয়ী যীশু সেই সত্যের চির প্রমাণ ।।

জয় জয় মৃত্যুঞ্জয় প্রভু

জয় জয় মৃত্যুঞ্জয় প্রভু যীশু হে পতিত-পাবন ৷
পতিত-পাবন অধম-তারণ, পতিত-পাবন কাঙ্গাল-শরণ ।
১। তুমি পাপীকুলে উদ্ধারিতে, সহিলে মরণ (দয়াময় হে)
তুমি কন্টক-মুকুট শিরে করেছ ধারণ।
২। তুমি অপার পাপ-সাগরে, পাপীর তরে (প্রেমময় হে)
তুমি প্রায়শ্চিত্ত পুণ্য-সেতু করেছ স্থাপন।
৩। তুমি প্রেমধন বিতরণে, দীনগণে (দীননাথ হে)
তুমি চিরসুখী করিয়াছ, ওহে ভগবান ।
৪। তুমি নিজ বাক্য প্রচারিতে, আসি জগতে (প্রেমময় হে)
তুমি পাপী তাপী করগ্রাহী করেছ গ্রহণ ।
৫। তুমি বলিরূপ উপহারে, ক্রুশোপরে (দয়াময় হে)
তুমি পাপী-ত্রাণ হেতু রক্ত করেছ সেচন।

আমি দেখেছি

আমি দেখেছি (২) মৃত্যুঞ্জয়ের সমাধি।।
তাঁর নতুন জীবনে পেয়েছি জীবন
আত্মদানে মোর হলো মিলন
তাঁর মহিমালোকে দূর হলো সব
আঁধারের যত কালিমা ।।
মুক্তির পরশ লেগে ধরণী উঠেছে জেগে।
আজ উঠেছে গড়ে এক নতুন সমাজ
পুণ্য প্রেমে এ যে মিলনের সাজ।
তাঁর পুনরুত্থান জীবনের গান
মৃত্যু আর তো সবে না ।।

জয়ধ্বনি হোকরে আজি

জয়ধ্বনি হোকরে আজি জয়ধ্বনি হোক
মহান রাজার জয়োৎসবে জয়ধ্বনি হোক ।।
দূতবাহিনী মহোল্লাসে উল্লসিত হোক
পৃথিবী আজ এই জ্যোতিতে জ্যোতির্ময় হোক।।
অন্ধকার আজ ধরা হতে দূরীভূত হোক
পৃথিবী আজ প্রভুর আলোয় আলোকিত হোক।
মন্ডলী আজ এই গরবে গৌরবিত হোক
মন্দিরে আজ ভক্তগণের প্রতিধ্বনি হোক ।।

আলোর দিন শুরু এ রাতে

১। আলোর দিন শুরু এ রাতে
তমসা ছাড়িয়া প্রদীপ জ্বালিয়া তুলিয়া লও তোমার হাতে ।
২। শান্তির দিন শুরু এ রাতে
হিংসা ছাড়িয়া প্রদীপ জ্বালিয়া তুলিয়া লও তোমার হাতে ।
৩। স্তবের দিন শুরু এ রাতে
ভক্তি আনিয়া প্ৰদীপ জ্বালিয়া তুলিয়া লও তোমার হাতে ।
৪। দিনের প্রথম দিন শুরু এ রাতে
প্রেম ঢালিয়া প্রদীপ জ্বালিয়া তুলিয়া লও তোমার হাতে।।

পরমেশ্বরের মৃত্যুঞ্জয়

পরমেশ্বরের মৃত্যুঞ্জয় অদ্বিতীয় পুত্র
অমরত্বের প্রবেশদ্বার করেছেন উন্মুক্ত ।
এসো সবে উল্লাসে ভরি ধরণী
জাগিয়ে তুলি সুপ্ত প্রাণী ।।
১। এই শুভদিন তিনিই করেছেন সৃষ্টি।।
২। এই শুভ লগ্নে তিনিই করুণার বৃষ্টি।।

বল জয় যীশু

১। বল জয় যীশু, জয় যীশু, যীশুর জয়
মৃত্যুঞ্জয় যীশু, যীশুর জয় ।
বল আল্লেলুইয়া, বল আল্লেলুইয়া
আল্লেলুইয়া, বল আল্লেলুইয়া ।।
২। বল জয় যীশু, জয় যীশু, যীশুর জয়
অনাদি অনন্ত যীশুর জয় ।
বল আল্লেলুইয়া, বল আল্লেলুইয়া
আল্লেলুইয়া, বল আল্লেলুইয়া । ।

ঘন ঘোর গম্ভীর

ঘন ঘোর গম্ভীর ধ্বনিল রে অম্বর
কাঁপিল রে থর থর সাগর ভূধর ।
মধুর সঙ্গীত হ’লরে ঝংকৃত
স্বরগ দূত ভবে নামিল রে।।
কেমনে বুঝিব ঘটনা অভিনব
মহা অসম্ভব কেমনে সম্ভব
কবর ছাড়ি' যীশু উঠিল রে।।
জটিল কুটিল বন্ধন শৃঙ্খল
পাপ অমঙ্গল হ’লরে টলমল
যীশুর মহিমা গান গাও রে ।।

Melody-of-Prayer