explore

explore

স্মরণ-গীতি

স্মরণ-গীতি

হে বিশ্বপাপহর

হে বিশ্বপাপহর, ঈশ্বরের মেষশাবক
আমাদের প্রতি সদয় হও। (২বার)
হে বিশ্বপাপহর, ঈশ্বরের মেষশাবক
আমাদের শান্তি প্রদান করো।।

তুমি জগতের পাপ

তুমি জগতের পাপ ক্ষমা করো, ঈশ্বরের মেষশাবক
আমাদের প্রতি দয়া কর। (২ বার)
তুমি জগতের পাপ ক্ষমা কর, ঈশ্বরের মেষশাবক
আমাদের শান্তি প্রদান করো।।

প্রভু, তোমার মরণ আমরা করি স্মরণ

প্রভু, তোমার মরণ আমরা করি স্মরণ ।
ঘোষণা করি তব পুনরুত্থান
প্রতীক্ষা করি তব পুনরাগমন ।।

প্রভু, তোমার মরণ

প্রভু, তোমার মরণ আমরা করি স্মরণ। আমেন ।
ঘোষণা করি তব মহিমাময় পুনরুত্থান । আমেন ।
জ্যোতির্ময় পুনরাগমনে মোরা প্রতীক্ষমাণ। আমেন ।

খ্রীষ্ট মৃত্যু বরণ

খ্রীষ্ট মৃত্যু বরণ করেছেন।
খ্রীষ্ট পুনরুত্থান করেছেন।
খ্রীষ্ট পুনরাগমন করবেন।।

খ্রীষ্ট মোদের জন্য প্রাণ

খ্রীষ্ট মোদের জন্য প্রাণ দিয়েছেন ।
খ্রীষ্ট মোদের জন্য জীবিত আছেন।
এসো, হে প্রভু, এসো মোদের অন্তরে।।

মৃত্যু ও পুনরুত্থান দ্বারা

মৃত্যু ও পুনরুত্থান দ্বারা
তুমি আমাদের মুক্ত করেছ
তুমি জগতের ত্রাণকর্তা
মুক্তিদাতা তুমি প্রভু ।।

যতবার এই রুটি মোরা

যতবার এই রুটি মোরা গ্রহণ করি
যতবার এই পাত্র থেকে পান করি
ততবার হে প্রভু যীশু,
তোমার মৃত্যুর কথাই স্মরণ করি
তোমার পুনরাগমনের প্রতীক্ষায় ।।

Melody-of-Prayer