কুমারী মারীয়ার গান

কুমারী মারীয়ার গান

আমার এ প্রাণ পরম প্রভুর

আমার এ প্রাণ পরম প্রভুর মহিমা গায় ।
হৃদয় ভরে মোর ত্রাণকর্তার প্রেরণায় ।।
এই দীনাদাসীকে ধন্যা করিলে, অসীম আনন্দ হৃদয়ে দিলে ।।
গর্বিতকে তিনি করেন লজ্জানত, শক্তিমান সম্রাট হয় পরাজিত ।
দীনগণ হয় সমাজে মহান, যুগে যুগে প্রভু ন্যায়বান । ।

প্রসিদ্ধা কুমারী

১। প্রসিদ্ধা কুমারী, তুমি মোদের মা
কি মধুর সান্ত্বনা! হে ঈশ্বরের মা!
প্রণাম প্রণাম প্রণাম মারীয়া।
২। তোমার পুত্র যীশু, সে-ই তোমার স্রষ্টা
তোমার ঈশ্বর তিনি, তুমি তাঁর মাতা ।
৩। পরিণামদর্শিনী কুমারী মাতা
পাই মোরা তোমাতে মহাবিজ্ঞতা।
৪ । ভক্তির মূর্তি তুমি, মুক্তির বার্তা
আমাদের আনন্দ, প্রভাতের তারা ।
৫। স্বর্গের দ্বার তুমি, বিশ্বস্ত মাতা
প্রবক্তাদের রাণী নবীনা হবা।
৬। আনন্দে গাই মোরা তোমার প্রশংসা
তুমি স্বর্গের রাণী অমলসম্ভবা ।
৭। জপমালার রাণী, হে অমলা মা
কভু যেন তোমায় ডাকতে ভুল হয় না ।
৮ । হে কুমারী রাণী, হে আমাদের মা
প্রেমের বন্ধন যেন মোদের ভাঙ্গে না ।
৯। পাপীদের আশ্রয়, দুঃখীর সান্ত্বনা
পাপীজনের মঙ্গল কর প্রার্থনা ।

তুমি যে আমারই মা

তুমি যে আমারই মা, তাই মা তোমারে ডাকি ।
সাথের সাথী ব্যথার ব্যথী, সাড়া দাও মা যখন ডাকি ।।
১। কত ভালবাস তুমি, জেনেও কি তা জানি আমি
এমন মা যে আমার তুমি, কোন্ প্রাণে ভুলে থাকি ।।
২। যারই কেন হও না তুমি, আমি জানি আমার তুমি
এমন মা যে আমার তুমি, কোন্ প্রাণে ভুলে থাকি ।।

দয়াময়ী মাগো আমার

দয়াময়ী মাগো আমার, করুণাময়ী মা
আমার প্রতি কর দয়া কর করুণা, করুণাময়ী মা।।
আমি যে অভাগা মাগো আমার গতি নাই
তোমার চরণ তলে মাগো দাও আমারে ঠাঁই ।
ওমা তোমার স্নেহ থেকে আমায় দূরে রেখো না
তোমার চরণ দু'টি মাগো আমার সান্ত্বনা, করুণাময়ী মা।।
যীশুর মা হয়ে তুমি গৌরবভাগিনী
আমার মা হয়ে তুমি হলে দুঃখিনী ।
নিদানে আমায় ছেড়ে যেও না।
যীশুর জন্যে সম্মানে মা তুমি যে বিস্ময়
আমার জন্যে পেয়েছো মা একটি পরিচয়
“তুমি পাপীর আশ্রয় ।”
তুমি আমার বরাভয় মা, আশার অরুণা, করুণাময়ী মা।।

এই নিঃশ্বাস আছে যতদিন

এই নিঃশ্বাস আছে যতদিন, আমি বিশ্বাস করি ততদিন
তুমিই আমার মা জননী, হৃদয় গঠনকারিণী ।।
এ হৃদয়ে যতপ্রেম আশা, মনে যত ভালবাসা
সবই তোমাতে পাই, বিজয়িনী, আমি তোমার কাছে চির ঋণী ।।
যা কিছু আছে মোর এ ধরায়
ভাল কাজ ব'লে সব লোকে কয় ।
সে তোমারই দীক্ষার শিক্ষা
(মাগো) দিয়েছিলে আমারে যা ভিক্ষা ।
নিজে গঠন কর দু'হাতে যেমন তুমি চাও সে মতে
আমি সর্ব সঁপেছি মাগো ঢাকিনি
আর কিছুই লুকিয়ে আমি রাখিনি।।

জয় জয় কুমারী, ঈশ্বর নন্দিনী

জয় জয় কুমারী, ঈশ্বর নন্দিনী, জন্ম তপস্বিনী বিশ্বময়ী ।।
পাপ-তাপ-জ্বালা বহে অনিবার ক্রুশের বলি হলো পুত্র তোমার ।
তবুও সৃষ্টি তুমি করিছ লালন শোকান্বিতা ওগো সুধাময়ী।।
রোগ-যাতনা-ভয়, দুঃখ-জরায় সবাই ঘৃণা ভরে দূরে সরে যায়
মমতায় মাগো তুমি কোলে তুলে নাও, জগৎ-জননী ওগো কৃপাময়ী।।

আলোকের রাণী, দয়ার মাতা

১। আলোকের রাণী, দয়ার মাতা, প্রার্থনা তোমার শুনেন ত্রাতা ।
আনি' সাহায্য স্নেহের গুণে দেও শান্তি মোদের যাচনা শুনে ।
২।দেও স্নিগ্ধ জ্যোতি সিন্ধুতারা, দেও রাত্রে বিশ্রাম সুধার ধারা ।
দেও দিব্য শান্তি মোদের নিদ্রায়, পাই যেন সদা সামনে তোমায় ৷
৩।কি ভয় একাকী রাত্রিতে আর, আছ যে তুমি কাছে আমার ।
চালাও ধীরে, মা, এই আঁধারে নিতে উপরের সেই আগারে।
৪।আসবে অচিরে দিন চিরোজ্জ্বল, ঘুচবে আঁধারের স্বপ্নসকল ।
পৌঁছবে সেই নিত্য-ধামে রঙ্গে, সুখী হব, মা, তোমার সঙ্গে।।

আমি চোখ মেলে ঐ

আমি চোখ মেলে ঐ চোখ দেখেছি মা
তোমার চোখের মাঝেই মাগো অপার সান্ত্বনা ।
প্রণাম মাগো, প্রণাম মারীয়া, প্রণাম পুণ্যবতী
অনুতাপীর চোখের মণিতে থেকো, করি এই মিনতি।।
কি অবাক পরশ ছড়ালে মা এই চোখেতে
কাঁদতো যে চোখ দুঃখের নিশীথে প্রভাতে।
সে চোখ এখন তৃপ্ত অমৃত প্লাবনে
ভুলে গেছে মাগো তিমির যন্ত্রণা ।।
যে চোখ তুমি আঁচলে দিয়েছো মুছায়ে
যে চোখে তোমার দীপ্তি দিয়েছো বুলায়ে
সে চোখেই যেন আজীবন দেখি তোমারে
রাখি এ মিনতি তোমার চরণে, মা ।।

ওগো মা মারীয়া

ওগো মা মারীয়া, প্রণমি তোমারে মোরা।
রেখোগো চরণে দীন অভাজনে কাতর সন্তানে হেরগো নয়নে
অন্তিম সময়ে করিও করুণা।।
১। তুমি ওগো জননী, দায়ূদ-নন্দিনী, মহা দুঃখহারিণী শোকনাশিনী ।
ও মা নিষ্কলঙ্কে, রাখ সুতে অঙ্কে, বিপদ সময়ে করিও করুণা।।
২। স্বর্গেরই গৃহ তুমি, দূতদের রাণী, দায়ূদের দুর্গ, শান্তি-দায়িনী ।
জ্ঞানেরই আসন, সভারই ভূষণ, স্বর্গেরই দ্বার তুমি, করিও করুণা

প্রেরিতগণের রাণী তুমি

প্রেরিতগণের রাণী তুমি, তোমায় মোরা প্রণাম করি ।
তুমি প্রেরিতদের রাণী, মোদের চির সঙ্গিনী
প্রতিপালিকা তুমি, তোমায় মোরা প্রণাম করি ।।
দূতগণের রাণী তুমি, মোদের জননী
তুমি শান্তিদায়িনী, তুমি বিপদহারিণী ।
শক্তির উৎস প্রেমের আধার, চির সহায় হও তুমি আমার
পুত্র পদে লও জননী, তোমায় মোরা প্রণাম করি ।।

ফিরে চাও মা

ফিরে চাও মা, মোদের পানে, মোরা কেঁদে পড়ি তব স্থানে।।
১। ঈশ্বর কাছে, মারীয়া মা, কথা তোমার বৃথা হয় না
কিছু বললে পরে মোদের তরে, আসে গো তা অবধানে ।।
২। তুমি মাগো স্বর্গের রাণী, চির-ধন্যা আমরা জানি
একবার মোদের তরে দু'টি কথা কও মা, তোমার সূতের কানে।।

স্বর্গের রাণী মা মারীয়া

স্বর্গের রাণী মা মারীয়া, মর্তের রাণী মা মারীয়া
যেও না কখনো মাগো তুমি আমারে ছাড়িয়া ।।
এই পাপময় সাগরে মাগো, আমি একা পড়ে আছি
তাই মা আমি সর্বদা তোমার দয়াই যাচি ।।
তুমিই মাগো দয়ার সাগর ক্ষমা করে দাও মোরে
এই পাপময় সাগর থেকে তুলে আন তীরে।।

Melody-of-Prayer