মৃত্যু, বিচার ও স্বর্গ

মৃত্যু, বিচার ও স্বর্গ

তোমার প্রেমের পথে যারা

তোমার প্রেমের পথে যারা চলেছিল আজীবন
তারাই যে আজ ফুলের মত সবার আপনজন ।
ধন্য তারা ধন্য, তোমার কাছে অনন্য ।।
১৷ সত্য নিষ্ঠা বিনম্রতার আদর্শ ক'রে দান
আত্মত্যাগের পরম ব্রতে হল তারা মহীয়ান
ভালবাসা প্রতীক হয়ে রইল অনুক্ষণ।।
২। ঐশ করুণা ধারা যে ঝরে তাদের সাধনায়
তোমার প্রেমের কুসুম ফোটে ধরণীর আঙিনায় ।
কত লাখো লাখো জীবন পায় তোমার চরণ।।
৩। তোমার বাণীর মন্ত্রে তারা বিশ্ব করেছে জয়
স্বর্গ মাধুরী নামে এ মাটিতে তাদের প্রার্থনায়।
স্বরূপ তোমার তাদের মাঝে হয় গো উন্মোচন।।

তোমার কাছে যাব, প্রভু

তোমার কাছে যাব, প্রভু, তোমার কাছে যাব ।
দুখের সাগর পার হয়েগো তোমার কাছে যাব ।।
আমার পরম গান হবে তোমার পূজার দান
আমার দুঃখ হবে সারা, আমি তোমার কাছে যাব ।।
তুমি আমার প্রিয়, তুমিই প্ৰিয়তম
রিক্ত জীবন-শাখে আশার পুষ্পসম ।
আমার ব্যথার শেষে জানি আসবে মধুর বেশে
নীরব সমর্পণের মতো আমি তোমার কাছে যাব ।।

ও যে (ওরা) মহা ঘুমে

ও যে (ওরা) মহা ঘুমে ঘুমিয়েছে, ডাকিস নে রে আর।
কান্না রেখে মহাযাত্রার পথ করে দে সবার ।।
প্রিয়জন তোর মানবে না কোন বারণ অজুহাত ।
কাঁদবি তুই, সে লভিবে মহাপ্রেমিকের সাক্ষাৎ।।
জীবন যেন দীন দীপের নিভু নিভু আলো ।
অমর টানে নিভিলে দেখবি সবই কালো ।।
পথ কভু না হারায় যেন ডাক প্রভু দয়াময়ে ।
তাঁর দয়ায় পায় চির সুখ অসীমের দেবালয়ে ।।

কখন প্রভুর ডাক আসে ভাই

কখন প্রভুর ডাক আসে ভাই, কে জানে ।
ওরে মন, তুই জেগে থাক তাঁর ধ্যানে।।
সে ডাকে ভয় ভেঙ্গে যায়, আঁধার হৃদয় আলোতে ছায়
পাষাণ ভেদি' ঝরণা নামে তাঁর টানে ।।
ওরে তুই আসন সাজা হৃদয় তলে
শুচিস্নান ক'রে নেরে চোখের জলে।
তাঁরি ডাক শুনতে পেলে পাপের জীবন দিবি ফেলে
বাহির হয়ে চলবি শুধু তাঁর পানে।।

সংসারের মায়া ছেড়ে

সংসারের মায়া ছেড়ে আজিকে গেল যে জন
দাও প্রভু, দাও তারে অনন্ত জীবন।।
সে যে ছিল মোদের আপন জন, তারি তরে কাঁদে ব্যাকুল মন।
তার যত পাপ অপরাধ প্রভু, ধ'রো না তুমি এখন ।।
তব নাম লয়ে কেটেছে জীবন, তব ভালবাসা পেয়েছে সে জন।
পৃথিবীতে যার প্রেম ভরা মন, তার ভাল কাজ করগো স্মরণ
তোমার ভক্তের কভুও মরণ জীবন করে না হরণ ।।

জীবন যখন শেষ হবে

জীবন যখন শেষ হবে যেন শুনি তোমার গান
তুমি এসে আঁধার আমার করবে অবসান ।।
তুমি আমার কাছে এলে, তোমার পানে আঁখি মেলে
বলব, প্রভু, তুমি আমায় কর পরিত্রাণ।।
এতদিন যে ছিলেম আমি তোমায় ভুলে
এবার তুমি ক্ষম আমায়, লওগো তুলে ।
মৃত্যুনদীর উপত্যকায় তুমি আমার থেকো সহায়
জীর্ণ জীবন হতে ক'রো নতুন জীবন দান ।।

আমার আত্মা, কর স্মরণ

আমার আত্মা, কর স্মরণ, কবে হবে হে মরণ ।
বিচার হবে কি প্রকারে, কোথায় রবে সর্বক্ষণ ।।
১। আমি যদি স্বর্গে যাই, চিরকাল সুখে রই
নরকেতে নিস্তার নাই, দুঃখ তথা সর্বক্ষণ।।
২। সময় আছে জীবনকালে, নাহি উপায় মরণ হলে
যে যেমনভাবে চলে, সেইরূপে হয় তার মরণ ।।

Melody-of-Prayer