প্রসাদ-গীতি

প্রসাদ-গীতি

ওহে খ্রীষ্টভক্তগণ

ওহে খ্রীষ্টভক্তগণ, খোল নয়ন ।
যীশুর প্রেমের শিক্ষায় হও মগন, খোল নয়ন ।

প্রভু যীশু প্রেমের রাজা, উড়াও তাঁর প্রেমের ধ্বজা, প্রেমের রাজা ।
এমন প্রেমিক নেই গো ধরায় যীশুর মতন (বলো)।।

দীন দুঃখী কাঙ্গাল যত, ভালবাসেন নিজের মত, কাঙ্গাল যত ।
ছোট বড় নেই ভেদাভেদ যীশুর সদন (ভাইরে)।।

যীশু বলেন মোদের তরে প্রেম কর ভাই পরস্পরে, যীশু বলেন ।
প্রেমের বাণী সবার কাছে কর বিতরণ (ও তাঁর)।।

বাঁধে যে রুটিকা

বাঁধে যে রুটিকা সবারে সবার সনে
আমরা সে রুটিকা করিব আহার মিলিয়া ভক্তজনে।।
রচয়িতা যার স্বয়ং জগৎপতি
আমরা জানাব সে মহা রুটিরে নতি ।
ধনী দরিদ্র সজ্জন দুর্মতি ভেদ নেই ভেদ নেই
হেথা সব খ্রীষ্টান হয়ে একপ্রাণ
মিলিয়াছে একঠাই ঐক্যের বন্ধনে।।
এ রুটি সত্য, এ রুটি জীবন, এ রুটিকা সম্ভোগে
প্রভু নিজে ডাকেন সবারে, যাব মোরা একযোগে ।
এ রুটির মাঝে ঈশ্বর আপনারে
বিলাইয়া দেন ক্ষুদ্র মহৎ, পাপী তাপী সবাকারে ।
পবিত্র আত্মা কল্যাণাশীষ দানে
চালান মোদের স্বর্গের পানে ।
আনন্দ বয় নবীভূত প্রাণে প্রাণে আজি এই উৎসবে।
পুনরুত্থিত তাঁর মহিমা অপার
ভুঞ্জি মোরা সবে সমবেত ভুঞ্জনে ।।

শান্তি যেখানে

শান্তি যেখানে, সেখানে আমি তো আছি
আমারি শান্তি তোমাদের গিয়ে গেছি।।
১। তোমরা যদি শান্তিতে বসবাস করতে পারো
তবে নিশ্চিতভাবে জেনে নিও
তোমাদের মধ্যে আমিও আছি।।
২। তোমরা যখন আমার হয়ে
আমার ভাইয়ের প্রতি করুণা করো
তখন এই কথাটি মনে রেখো
তোমাদের সেবা-কাজে আমিও আছি ।।
৩। তোমরা যেদিন আমার নামে
আমার শান্তি-সুধা প্রদান করো
সেদিন আমার কথাটি স্মরণ কোরো
তোমাদের সঙ্গে আমিও আছি ।।

আমায় তোমার শান্তির দূত কর

আমায় তোমার শান্তির দূত কর, প্রভু হে, প্রভু হে।।
যেথায় জীবন ঊষর মরু, যেথা নাই প্রেম-স্নিগ্ধ তরু
অজস্রধারে ঢালি সেথা যেন তোমার শান্তিবারি
প্ৰভু হে, প্ৰভু হে।।

হতাশার মেঘ যেথায় রয়েছে ভরা
প্রত্যাশা যেথা মরীচিকা দিয়ে গড়া
সেথা যেন তব নবারুণ আলো সবারে দেখাতে পারি
প্ৰভু হে, প্ৰভু হে।।

তব প্রেম চাই, সান্ত্বনা চাই
তার চেয়ে প্রভু মিনতি জানাই
প্রেম-সুগন্ধ ক্ষমা-আনন্দ যেন সবারে গো দিতে পারি
প্ৰভু হে, প্ৰভু হে।।

মর্মে মর্মে সে কথা জানায়ে যাও
ক্ষমিলে সবারে প্রভু তুমি ক্ষমা দাও ৷
সেই সব পায় যে জন বিলায়, করে না কভু গ্ৰহণ
মৃত্যু-দুয়ার পার হয়ে সে যে লভে অনন্ত জীবন
প্রভু হে, প্ৰভু হে।।

আমাদের হৃদয় প্রেম দিয়ে তুমি গড়

আমাদের হৃদয় প্রেম দিয়ে তুমি গড়, ওহে প্রেমের কবি।।
১, যেথায় রয়েছে ঘৃণা, দেখাব তোমার প্রেম
যেথায় রয়েছে আঘাত, দেখাব তোমার ক্ষমা ।।
২, যেথায় রয়েছে বিবাদ, আনিব সেথায় শান্তি
যেথায় রয়েছে ভ্রান্তি, ছড়াব সেথায় সত্য ।।
৩, যেথায় রয়েছে সংশয়,জ্বালিব বিশ্বাসের আলো
যেথায় রয়েছে নিরাশা, জাগাব সেথায় আশা ।।
৪, যেথায় রয়েছে দুঃখ, আনিব সেথায় আনন্দ
যেথায় রয়েছে আঁধার, জ্বালিব সেথায় আলো।।

প্রিয় যীশু, আমায় তুমি

প্রিয় যীশু, আমায় তুমি বাসলে কত ভালো
দীপ-শিখা গো জীবনে মোর জ্বালিয়ে দিলে আলো ।।

অন্ধকারে পথের সাথী, অভয় আমার দুর্দিনে
সত্যজ্ঞানের উদ্দীপনা দাওগো আমার জীবনে ।।

অপার প্রেমে আমায় তুমি আপন ক'রে নিলে ।
আমার লাগি ক্রুশের 'পরে নিঃস্ব তুমি হ'লে ।

প্রেমিক তুমি, বন্ধু তুমি, দুঃখে আমার সান্ত্বনা ।
উদার তুমি, সবার প্রিয়, করি তোমায় বন্দনা ।।

তুমি আমার বন্ধু যীশু

তুমি আমার বন্ধু যীশু, তুমি মম সাথী
অন্ধকারে তুমি যে মোর পথ দেখানো বাতি ।।
তুমি আমার পালক প্রভু, ভুলে আমায় যাওনা কভু
চোখে চোখে রাখো মোরে তুমি দিবস রাতি ।
তুমি মম সাথী ।।
তুমি সাথে আছ প্রভু, করি না আর ভয়
আসুক যত কঠিন বাধা হবে আমার জয় ।
ওগো পাপীর পরিত্রাতা তুমি আমার মুক্তিদাতা
তোমায় পেয়ে দুখের মাঝে আনন্দে তাই মাতি ।
তুমি মম সাথী ।।

যীশু, ঘৃণার রাজ্যে

যীশু, ঘৃণার রাজ্যে এনেছ তোমার প্রেম
এই প্রেমে, প্রভু, আমাদের কর প্রবুদ্ধ ।।
১। যীশু, হিংসার রাজ্যে এনেছ তোমার শান্তি
এই শান্তিতে, প্রভু, আমাদের কর প্রবুদ্ধ ।।
২। যীশু, আঁধার রাজ্যে এনেছ তোমার জ্যোতি
এই জ্যোতিতে, প্রভু, আমাদের কর প্রবুদ্ধ ।।
৩। যীশু, পাপের রাজ্যে এনেছ তোমার ক্রুশ
এই ক্রুশে, প্রভু, আমাদের কর প্রবুদ্ধ । ।

Melody-of-Prayer