Faith Platform
🌿 [সকালে, দুপুরে ও সন্ধ্যায় “দূত-সংবাদ” প্রার্থনা বলা হয় । কিন্তু পুনরুত্থান পর্বের সন্ধ্যা হতে পঞ্চাশত্তমীর রবিবার পর্যন্ত “দূত-সংবাদ” এর পরিবর্তে “স্বর্গের রাণী” প্রার্থনাটি বলা হয় ।]

দূত সংবাদ

চালক: প্রভুর দূত মারীয়াকে সংবাদ দিলেন।
সকলে: এবং তিনি পবিত্র আত্মার প্রভাবে গর্ভবতী হইলেন।

(প্রণাম মারীয়া …)
চালক: দেখ, আমি প্রভুর দাসি।
সকলে: তোমার কথা অনুযায়ী আমার গতি হোক।

(প্রণাম মারীয়া …)
চালক: বাক্য দেহ ধারণ করলেন।
সকলে: এবং আমাদের মধ্যে বাস করিলেন।

(প্রণাম মারীয়া …)
চালক: হে পুণ্যময়ী ঈশ্বর জননী আমাদের মঙ্গল প্রার্থনা কর।
সকলে: আমরা যেন খ্রীষ্টে অঙ্গীকারের যোগ্য হইয়া উঠি।

চালক: এসো প্রার্থনা করি —
প্রভু, তোমার পুত্র খ্রীষ্টের দেহগ্রহণের সংবাদ আমরা দূতমুখে জ্ঞাত হইয়াছি। আমরা অনুনয় করি আমাদের অন্তরে তোমার প্রসাদবারি বর্ষণ কর। যেন তাঁহার যাতনাভোগ ও ক্রুশ দ্বারা আমরা তাঁহার পুনরুত্থানের মহিমা লাভ করি। আমাদের প্রভু সেই খ্রীষ্টের নামে। — আমেন।

স্বর্গের রাণী

চালক: স্বর্গের রাণী, আনন্দ কর, আল্লেলুইয়া।
সকলে: কেননা যাঁহাকে গর্ভে ধারণ করিবার যোগ্য হইয়াছিলে, আল্লেলুইয়া।

চালক: তিনি আপন বাক্যানুসারে পুনরুত্থান করিয়াছেন, আল্লেলুইয়া।
সকলে: ঈশ্বরের নিকট আমাদের মঙ্গল প্রার্থনা কর, আল্লেলুইয়া।

চালক: হে পুণ্যময়ী মারীয়া, আনন্দিতা ও উল্লসিতা হও, আল্লেলুইয়া।
সকলে: কেননা, প্রভু সত্যই পুনরুত্থান করিয়াছেন, আল্লেলুইয়া।

চালক: এসো প্রার্থনা করি —
হে ঈশ্বর, তুমি নিজ পুত্র আমাদের প্রভু যীশু খ্রীষ্টের পুনরুত্থানে অনুগ্রহপূর্বক এই জগত আনন্দময় করিয়াছ। আমরা প্রার্থনা করি যেন তাঁহার জননী কুমারী মারীয়ার মধ্যস্থতায় আমরা অনন্ত জীবনের আনন্দ লাভ করি। আমাদের প্রভু সেই খ্রীষ্টের নামে। — আমেন।

Melody-of-Prayer