বন্দনা-গীতি

বন্দনা-গীতি

পুণ্য পুণ্য নাম স্বর্গীয় পিতার

পুণ্য পুণ্য নাম স্বর্গীয় পিতার
স্বর্গমর্ত ব্যাপী মহিমা তোমার
ঊর্ধ্বলোকে জয়ধ্বনি হোক
জয় প্রভুর জয় ।
প্রভুর নামে আসিছেন যিনি
মুক্তিদাতা ধন্য তিনি
ঊর্ধ্বলোকে জয়ধ্বনি হোক
জয় প্রভু জয় ।।

পুণ্যপরম পুণ্যপরম

পুণ্যপরম পুণ্যপরম পুণ্যপরম তুমি যে
বিশ্বভুবন স্বর্গমর্ত শ্রীচরণতলে নমিছে ।।
দ্যুলোক ভূলোক ব্যাপিয়া প্রকাশিত তব মহিমা
মন্দ্রিত তব জয়ধ্বনি ঊর্ধ্বলোকে হে ধ্বনিছে ।।
প্রভুর নামেতে যাঁর আগমন,ধন্য সে তিনি নিখিলশরণ
বন্দনাগান গম্ভীর তান দেবলোকে অনুরণিছে।।

পুণ্য পুণ্য পুণ্য, প্রভু ভগবান

পুণ্য পুণ্য পুণ্য, প্রভু ভগবান
দ্যুলোকে ভূলোকে তব জয়গান ।
পুণ্য পুণ্য পুণ্য শুভ আগমন
বিশ্বচরাচরে তব পূজ্যদান ।।

পুণ্য পুণ্য পুণ্য বিশ্বমণ্ডলের অধীশ্বর

পুণ্য পুণ্য পুণ্য বিশ্বমণ্ডলের অধীশ্বর।
স্বর্গমর্ত্যব্যাপী তোমার মহিমা প্রকাশ ।
ঊর্ধ্বলোকে উঠুক জয়ধ্বনি হে।
প্রভুর নামে যাঁর আগমন, ধন্য তিনি ধন্য।
ঊর্ধ্বলোকে উঠুক জয়ধ্বনি হে ।

পুণ্য পুণ্য পুণ্য, প্রভু

পুণ্য পুণ্য পুণ্য, প্রভু, পুণ্য তুমি ।
স্বর্গ-পৃথিবী তোমার গৌরবে পরিপূর্ণ
ঊর্ধ্বলোকে জয় । (২)
যিনি প্রভুর নামে আসিতেছেন, তিনি ধন্য
ঊর্ধ্বলোকে জয় । (২)

পুণ্য পুণ্য পরমেশ্বর

পুণ্য পুণ্য পরমেশ্বর, পুণ্য বিশ্বমণ্ডলাধীশ।
স্বর্গ মর্তে তোমার মহিমা প্রকাশ ।।
জয় জয় ঊর্ধ্বলোকে, ঊর্ধ্বলোকে জয় ।
ধন্য ধন্য প্রভুর নামে যাঁর আগমন ।
জয় জয় ঊর্ধ্বলোকে, ঊর্ধ্বলোকে জয়।।

Melody-of-Prayer