অর্পণ-গীতি

অর্পণ-গীতি

অর্ঘ্যডালা সাজিয়ে এনেছি

অর্ঘ্যডালা সাজিয়ে এনেছি, প্রভু, তোমার চরণে
মিনতি আমার ফিরিয়ে দিও না
নাও তুমি সব, আমার যা আছে, প্রভু, তোমার চরণে।।
নিঃস্ব আমি, দীন আমি, আমার এই অর্ঘ্য অতি নগণ্য
ভক্তি-প্রেম-ভালবাসা দিয়ে
এনেছি প্ৰভু এই অর্ঘ্য, প্রভু, তোমার চরণে।।
চাও না প্রভু তুমি ধূপ-চন্দন, চাও শুধু তুমি আমার শুদ্ধ অন্তর
তোমার আশীষে ধন্য কর, আমার এ ক্ষুদ্র জীবন
সারাটি জীবন ধরে প্রভু (২) আমি হব তোমার আপন
প্রভু, তোমার চরণে।।

আমার স্তুতির অঞ্জলি

আমার স্তুতির অঞ্জলি প্ৰভু লও
সুর সৌরভে তুমি প্রসন্ন হও।।
গানের মালা তোমারে পরাব বলে
ভালবাসা ফুল যতনে রেখেছি তুলে ।
মোর আত্মদানে প্রিয় হয়ে কথা কও।।
আমার যত আছে গো সুর হারা
তোমার পাণে হোক না সকল সারা ।
ভক্তি আমার বিশুদ্ধরূপ ধরে
পড়ুক তোমার চরণতলে ঝরে
মোর জীবনের শুভ্র চেতনা হয়ে গো রও।।

কি দেবো তোমায়

কি দেবো তোমায়, নাইতো কিছু নাই ।
ডেকেছো প্রভু আমায়, এসেছি আমি তাই ।
নেইকো সোনা ধূপ, নেইকো গন্ধরস, নেই কোন রতন
এনেছি সাজায়ে অর্ঘ্যডালি, আমার এ জীবন ।
নাওগো প্রভু নাও, আপন করে নাও
তোমারই তরে সুশোভিত এই প্রীতি উপহার।।
রুটি ও দ্রাক্ষারসের সাথে নিজেরে করি অর্পণ
শুচি শুভ্র সুন্দর করো, করো মোরে নূতন ।
তুমি যে আমার, আমি যে তোমার
জীবনে মরণে রাখিও করে আপন জন।।

বলিদানের এই পুণ্য

বলিদানের এই পুণ্য ঘরে
আসন নিতে আজি এসেছি লয়ে
প্রীতি সম্ভারে সাজিয়ে অর্ঘ্যডালি।।

প্রকৃতির সম্ভার নিয়তির নির্যাস
চলন, বাচন, কর্ম, নিঃশ্বাস
পূজারীর মতো রাখি, প্ৰভু
তোমারই চরণে মন ভরে।।

দেহ মন আত্মা ও স্বয়ং আমি
প্রার্থনা গীতি দ্রাক্ষারস রুটি
সন্তজনের মতো রাখি, প্রভু
তোমারই চরণে অকাতরে।।

কি আছে আমার, কি দেব প্ৰভু

কি আছে আমার, কি দেব প্ৰভু
তোমাকে যে উপহার ।
নেই সোনা ধূপ মুক্তো-মানিক
আর কোন সম্ভার ।।
সঞ্চয় মোর কিছুইতো নাই
দীন বেশে তব চরণে দাঁড়াই
এ দীনতা মোর তোমার সেবায়
হোক আজ মণিহার ।।
একটি হৃদয় শুধু আছে বৃথা
কিছু নাই তাতে লেখা
পূর্ণ কর এ শূন্য জীবন
আঁকিয়া প্রেমের রেখা ।
কণ্ঠে আমার কোন গান নাই
তোমারই মহিমা কেমনে যে গাই ।
সুরহারা এই কণ্ঠে ভরাও
সুরের অলংকার ।।

আমার সাজানো অৰ্ঘ্যডালা

আমার সাজানো অৰ্ঘ্যডালা
তোমারই চরণে রাখি ।
লও দেহ মন, করি অর্পণ
আর যা আছে বাকি ।।
স্তব স্তুতি মোর কর হে গ্রহণ
লও জীবনের সুরভি শোভন।
প্রার্থনা মোর আমি যেন প্ৰভু
তোমারই হয়ে থাকি ।।
বলিদানে তুমি হও নাকো প্ৰীত
প্রেম-দয়া তুমি চাও
যে হৃদয়ে আছে ক্ষমা-সুগন্ধ
তারে বুকে তুলে নাও ।
আমি শুধু তাই ক্ষমা দিতে চাই
দয়া অনুভবে দয়া যেন পাই |
হবে জানি জয় হিংসাতে নয়
প্রেমের পরশ মাখি’।।

হে পিতা আমার রেখে

১। হে পিতা আমার রেখে দিই আজ
তোমার চরণে সেবার দান।
মনের চিন্তা মুখের কথা
হাতের কাজ
মোর সব কিছু রেখে দিই আজ
তোমার চরণে পূজার দান ।

২। নিবেদন আমার মিলিয়ে দিলাম
তোমার চরণে যীশুরই সাথে
তাঁরই চিন্তা তাঁরই কথা
তাঁরই কাজ
তাঁরই নিবেদনে মিলিয়ে দিলাম
তোমার চরণে নিবেদন আমার।

আমি তোমার কাননে

আমি তোমার কাননে একটি ফুল
আমায় তুলে লও, প্রভু, আমায় তুলে লও ।।

আমার গন্ধ সুবাস রূপ মাধুরী যা আছে
দিলেম প্রভু, সবই সঁপে তোমারই কাছে
আমায় নিয়ে ডালি সাজাও
আমায় তুলে লও, প্রভু, আমায় তুলে লও ।।

আমার যা আছে সব তা চরণে সঁপিতে চাই
তোমার তরে এ জীবন হারাতে যে চাই
আমায় নিয়ে ডালি সাজাও
আমায় তুলে লও, প্রভু, আমায় তুলে লও ।।

যীশুর রক্তমাংস সত্য

যীশুর রক্তমাংস সত্য বলিকৃত হবে এখন
রুটি-দ্রাক্ষারস আকারে ক্রুশে বলি হ'ল যেমন ।
হে ঈশ্বর, এই বলি দ্বারা অর্চনা ধন্যবাদ করি
তোমার মহাদানের তরে কৃতজ্ঞতা স্বীকার করি ।
৩। কৃপা এবং ক্ষমা দাও হে পুণ্য শক্তি দাও হে প্রাণে
যীশুর নামে এই নিবেদন আমরা করি তোমার স্থানে ।

Melody-of-Prayer