কয়েকটি জ্ঞাতব্য ও পালনীয় বিষয়

কয়েকটি জ্ঞাতব্য ও পালনীয় বিষয়

ঈশ্বরের দশ আজ্ঞা
  • তুমি আপন প্রভু ঈশ্বরকে পূজা করবে, কেবল তাঁরই সেবা করবে।
  • ঈশ্বরের নাম অনর্থক নিবে না।
  • রবিবার দিন বিশ্রাম করে তা শুদ্ধভাবে পালন করবে।
  • পিতামাতাকে সম্মান করবে।
  • নরহত্যা করবে না।
  • ব্যভিচার করবে না।
  • চুরি করবে না।
  • মিথ্যা সাক্ষ্য দিবে না।
  • পরস্ত্রীতে লোভ করবে না।
  • পরদ্রব্যে লোভ করবে না।
মণ্ডলীর পাঁচ আজ্ঞা

(কাথলিক মণ্ডলীর ধর্ম শিক্ষা বইয়ে ৫৩২ পৃষ্ঠা অনুসারে)

  • আদিষ্ট পর্ব পালন করবে, রবিবার ও আদিষ্ট পর্বে খ্রীষ্টযাগে যোগদান করবে।
  • বৎসরে অন্তত: একবার পাপস্বীকার করবে।
  • অন্ততঃ পুনরুত্থানকালে খ্রীষ্টপ্রসাদ গ্রহণ করবে।
  • খ্রীষ্ট মণ্ডলীর দ্বারা নির্দিষ্ট দিবসে উপবাস ও মাংসাহার ত্যাগ করবে।
  • খ্রীষ্ট মণ্ডলীর কার্যে যথাশক্তি দান করবে।
সাতটি পবিত্র সংস্কার
  • দীক্ষাস্নান
  • হস্তার্পণ
  • খ্রীষ্টপ্রসাদ
  • পাপস্বীকার
  • রোগীদের লেপন
  • যাজকবরণ
  • বিবাহ
সাতটি রিপু
  • অহংকার
  • লোভ
  • কাম
  • ক্রোধ
  • পেটুকতা
  • হিংসা
  • আলস্য
সাতটি রিপুর বিপরীত গুণ
  • অহংকারের বিরুদ্ধে নম্রতা
  • লোভের বিরুদ্ধে দানশীলতা
  • কামের বিরুদ্ধে আত্মসংযম
  • ক্রোধের বিরুদ্ধে মৃদুশীলতা
  • পেটুকতার বিরুদ্ধে মিতাহার
  • হিংসার বিরুদ্ধে ভ্রাতৃপ্রেম
  • আলস্যের বিরুদ্ধে পরিশ্রম
চারটি অন্তিম বিষয়
  • মৃত্যু
  • বিচার
  • স্বর্গ
  • নরক
বিশ্বাসের চারটি মূল সত্য
  • এক ঈশ্বর আছেন।
  • এক ঈশ্বরে তিনব্যক্তি - পিতা, পুত্র ও পবিত্র আত্মা।
  • পুত্র ঈশ্বর আমাদের পরিত্রাণের জন্য মানুষ হলেন এবং ক্রুশবিদ্ধ হয়ে প্রাণত্যাগ করলেন।
  • ঈশ্বর ধার্মিককে স্বর্গের অনন্ত পুরস্কার ও পাপীকে নরকের অনন্ত দন্ড প্রদান করবেন।
তিনটি ঐশ গুণ
  • বিশ্বাস
  • আশা
  • প্রেম
Melody-of-Prayer