মহিমাস্ত্রোত

মহিমাস্ত্রোত

জয় পরমেশ্বরের ঊর্ধ্বলোকে জয়

জয় পরমেশ্বরের ঊর্ধ্বলোকে জয়।
ইহলোকে শান্তি তাঁর অনুগৃহীত
ভক্তদের অন্তরে।
স্তব করি, বন্দনা করি তোমায়,
পূজা করি তোমায়, করি জয়গান।
হে পরমেশ্বর, পরম প্রভু, স্বর্গাধিরাজ
জনকের অসীম শক্তির আধার।
তোমার প্রতাপান্বিত মহিমা-প্রকাশের উদ্দেশে
তোমায় করি নমস্কার।
হে প্রভু যীশু খ্রীষ্ট, অদ্বিতীয় পুত্র,
পরমেশ্বরের পরম প্রভু।
তুমিই ঈশ্বরের মেষাবক
তুমি সেই পিতার পুত্র।
বিশ্বপাপহর, আমাদের দয়া কর।
বিশ্বপাপহর, শোন আমাদের আহ্বান।
জনকেরশ্বরে দক্ষিণ পার্শ্বে তুমি অধিষ্ঠিত।
দয়া কর, আমাদের দয়া কর।
তুমিই পবিত্রতম, তুমিই প্রভু, তুমিই যীশুখ্রীষ্ট।
তুমিই পরাৎপর পবিত্রাত্মার সঙ্গে
জনকেরশ্বরের মহিমার উদ্দেশে। — আমেন।

জয় জয় জয়, ঊর্ধ্বলোকে জয়, ঊর্ধ্বলোকেশ্বর জয় হে

জয় জয় জয়, ঊর্ধ্বলোকে জয়, ঊর্ধ্বলোকেশ্বর জয় হে।
শান্তি ইহলোকে, শান্তি মরগনে, শান্তি অখিল ধারাময় হে।

স্তব গীতিকা ডালি, আরতি শিখা জ্বালি
রাখি পূজার ডালি চরণে তব।
প্রভু পরমেশ্বর হে, স্বর্গ অধীশ হে
কত মহিমা ধরো নিত্য নব।।

ঈশ মেষশাবক, নিখিলের পাবক
অদ্বিতীয় বিভু নন্দন।
ইষ্টদেবতা ওগো, খ্রীষ্টদেবতা ওগো
শ্রবণ করো প্রভু, ক্রন্দন।।

পিতার দক্ষিণ পার্শ্বে সমাসীন
দীন বিনীতজনে করুণা করো।
বিশ্বপাপহর, বিশ্ব পাপে হরো
পাপীতাপীগণে তুলিয়া ধরো।।

ঈশ-মহিমা, দূত, ঈশ-পরমসুত
পিতৃ মহিমাপুত, পূণ্যতম।
পরম আত্মা সে তোমাতে উদ্ভাসে
পরাৎপর তুমি, তোমারই জয়।।

জয় জয় পরমেশ্বরের ঊর্ধ্বলোকে জয়

জয় জয় পরমেশ্বরের ঊর্ধ্বলোকে জয়।
ইহলোকে শান্তি তাঁর অনুগৃহীত
ভক্তদের অন্তরে শান্তি।
১। আমরা তোমার স্তব করি
আমরা তোমার করি জয়গান
আমরা তোমার পূজা করি
আমরা তোমার করি ধন্যবাদ।
২। তুমি স্বর্গীধিরাজ শক্তির আধার
তোমায় করি নমস্কার।
৩। তুমি ঈশ্বরের পুত্র, অদ্বিতীয় উপবিষ্ঠ
দক্ষিণ পার্শ্বে অধিষ্ঠিত।
দয়া কর, আমাদের দয়া কর
বিশ্বপাপহর।
৪। তুমি পিতা ও পবিত্র আত্মার একত্বে বিরাজমান। আমেন।।

জয় পরমেশ্বরের ঊর্ধ্বলোকে জয়।

জয় পরমেশ্বরের ঊর্ধ্বলোকে জয়।
ঈহলোকের শান্তি তাঁর অনুগৃহীত ভক্তদের অন্তরে।
স্তব করি, বন্দনা করি তোমায়, পূজা করি তোমায়, করি জয়গান।
হে পরমেশ্বর, পরম প্রভু, স্বর্গাধিরাজ, জনকেশ্বর অসীম শক্তির আধার।
তোমার প্রতাপান্বিত মহিমা-প্রকাশের উদ্দেশ্যে তোমায় করি নমস্কার।
হে প্রভু যীশুখ্রীষ্ট, অদ্বিতীয় পুত্র, পরমেশ্বর পরম প্রভু!
তুমিই ঈশ্বরের মেষশাবক, তুমি সেই পিতার পুত্র।
বিশ্বপাপহর, আমাদের দয়া কর।
বিশ্বপাপহর, শোন আমাদের আহ্বান।
জনকেশ্বরের দক্ষিণপাশ্বে তুমি অধিষ্ঠিত।
দয়া কর, আমাদের দয়া কর।
তুমি পবিত্রতম, তুমিই প্রভু,
তুমিই যীশুখ্রীষ্ট, তুমিই পরাৎপর।
পবিত্রাত্নার সঙ্গে জনকেশ্বরের মহিমার উদ্দেশে। — আমেন!

Melody-of-Prayer