প্রবেশগীতি

প্রবেশগীতি

নন্দিত মনে প্রভুর ভবনে

নন্দিত মনে প্রভুর ভবনে মিলেছি সকলে এসে।
কণ্ঠে মোদের আনন্দগান এ শুভ যাত্রা শেষে ।
মিলেছি সকলে এসে।।
প্রভুর আলয়ে এসেছি সবাই তাঁরই মন্দিরে কোনো ভেদ নাই ।
মিলনের সুর বারে বারে তাই প্রাণের মাঝারে মেশে।
মিলেছি সকলে এসে।।
মহান প্রভুর ওঠে স্তব-গীতি পুণ্য এ গৃহতলে
তাঁরই নামে মোরা করি বন্দনা একতানে দলে দলে ।
ঝরুক হেথায় হে শান্তিরাজ, শান্তির ধারা সবাকার মাঝ ।
তোমারই আশিস্ নিব শিরে আজ দিবে যাহা ভালবেসে-
মিলেছি সকলে এসে।।

এসো তাঁর মন্দিরে

এসো তাঁর মন্দিরে করি স্তবগান
এক সাথে দলে দলে হয়ে এক প্রাণ ।।
উল্লাসে ভরো মন প্রভুর দিনে
নন্দিত মনে গাও এ শুভক্ষণে ।
দিকে দিকে বল সবে যীশু দয়াবান
এক সাথে দলে দলে হয়ে এক প্রাণ।।

শ্রান্তজনেরে প্রভু ডাকেন কত
এ গৃহে বিরাম লও দুঃখী যত ।
খ্রীষ্ট যীশুতে শুধু রাখ নির্ভর
প্রাণভরে ভালবাস তাঁরে একবার-
জয় যীশু, যীশু বলে গাও নব গান
এক সাথে দলে দলে হয়ে এক প্রাণ ।।

সর্বশক্তিমান, কর শক্তি দান

সর্বশক্তিমান, কর শক্তি দান
পথে যেন শুয়ে না যাই হয়ে ম্রিয়মাণ ।
১। পৃথিবীর এ রণস্থলে কে টিকেছে আপন বলে ।
পেয়েছে যে শক্তি তোমার, সেইতো শক্তিমান ।
২। কত ভক্ত তোমার কারণ করেছিল মৃত্যুবরণ
কৃপা তোমার করেছিল দৃঢ় তাদের প্রাণ ।
৩। আমার প্রভু নাই যে গতি, আশাতে চাই তোমার প্রতি
পারি যদি তোমার নামে করতে জীবন দান ।।

আইস আমরা তাঁহার আবাসে যাই

আইস আমরা তাঁহার আবাসে যাই
তাঁহার পাদপীঠে প্রণিপাত করি ।
হে সদা প্ৰভু উঠ
তোমার বিশ্রামস্থানে আইস ।
তুমি ও তোমার শক্তির সিন্দুক আইসুক ।
তোমার যাজকগণ ধার্মিকতা পরিহিত হোক ।
তোমার সাধুগণ আনন্দ গান করুক।
আল্লেলুইয়া হোজান্না আল্লেলুইয়া ।।

আকাশে চন্দ্র-তারা

আকাশে চন্দ্র-তারা, বন-গিরি, নদী-ধারা
তোমার মহিমা গায়, প্রভু, তোমার মহিমা গায়।
তুমি যে বিশ্ব জুড়ে রয়েছো সবার সুরে
নিখিল মানব সবে তোমার শরণ চায়।।
তুমি অনন্ত, তব তুমি ধরা দাও
প্রেমের আসনে চরণ ফেলিয়া যাও।
তোমার করুণা লভি’ পেয়েছি মোরা যে সবই
অলখ হতে গো তুমি জীবন ভরো সুধায়।।

ভোরের সোনার আলো

ভোরের সোনার আলো তোমার কথা বলে
প্রভু, তোমার কথা বলে।
দূর গগনের তারা তোমার কথা বলে
প্রভু, তোমার কথা বলে।।
সাগর গানে গানে, ঝর্ণা মধুর তানে
তোমার কথা বলে, প্রভু, তোমার কথা বলে।।
ফাগুন যবে আসে ধরার নিমন্ত্রণে
মিলন সুধা ঢালে পুষ্প বনে বনে
সেও তোমার কথা বলে, প্রভু, তোমার কথা বলে
সবার হৃদয় মাঝে যে অনন্ত প্রেম রাজে
সেও তোমার কথা বলে, প্রভু, তোমার কথা বলে।।

Melody-of-Prayer