আগমনকালের ৪র্থ রবিবার: আশা থেকে পূর্ণতার পথে

আগমনকালের ৪র্থ রবিবার: আশা থেকে পূর্ণতার পথে

✍ লেখক: Ornate Blaise Pereira
📅 প্রকাশিত: 21 Dec 2025
খ্রিস্টীয় লিটার্জিক্যাল বর্ষে আগমনকাল এক বিশেষ প্রস্তুতির সময়। এই চার সপ্তাহ আমাদের হৃদয়কে প্রস্তুত করে প্রভু যিশুর জন্মোৎসব বড়দিনের জন্য। আগমনকালের ৪র্থ রবিবার আমাদের সেই প্রস্তুতির চূড়ান্ত পর্যায়ে নিয়ে আসে, যেখানে প্রতীক্ষা প্রায় পূর্ণতার দিকে এগিয়ে যায়।
এই রবিবারের কেন্দ্রবিন্দুতে রয়েছেন পবিত্র কুমারী মারিয়া। তাঁর “হ্যাঁ” বলার মধ্য দিয়েই ঈশ্বরের মুক্তির পরিকল্পনা বাস্তব রূপ পায়। মহাদূত গাব্রিয়েলের বার্তা শুনে মারিয়া ভয় বা সংশয়ে পিছিয়ে যাননি; বরং সম্পূর্ণ বিশ্বাস ও বিনয়ে তিনি নিজেকে ঈশ্বরের ইচ্ছার হাতে সমর্পণ করেছেন। তাঁর এই বিশ্বাস ও আনুগত্য আমাদের জন্য এক গভীর আদর্শ।
আগমনকালের শুরুতে আমরা আশা ও প্রতীক্ষার কথা ভাবি, আর ৪র্থ রবিবারে এসে সেই আশা স্পষ্ট রূপ নিতে শুরু করে। ঈশ্বর দূরে নন তিনি মানুষের মাঝে বাস করতে আসছেন। যিশুর জন্মের মাধ্যমে ঈশ্বর আমাদের জীবনের বাস্তবতায় প্রবেশ করেন, আমাদের দুঃখ, আনন্দ, সংগ্রাম সবকিছুর সঙ্গী হন।
এই রবিবার আমাদের নিজেদের জীবন নিয়েও ভাবতে আহ্বান জানায়। আমরা কি ঈশ্বরের আহ্বান শুনতে প্রস্তুত? আমাদের ব্যস্ততা, উদ্বেগ আর আত্মকেন্দ্রিকতার মাঝেও কি আমরা ঈশ্বরের জন্য জায়গা করে দিচ্ছি? মারিয়ার মতো বিনয় ও বিশ্বাস নিয়ে আমরা কি বলতে পারি “আপনার বাক্য অনুযায়ী আমার মধ্যে পূর্ণ হোক”?
আগমনকালের ৪র্থ রবিবার আমাদের স্মরণ করিয়ে দেয় যে বড়দিন শুধু একটি উৎসব নয়, বরং একটি আমন্ত্রণ। এই আমন্ত্রণ হলো আমাদের হৃদয়কে ভালোবাসা, ক্ষমা ও শান্তিতে পূর্ণ করার। প্রভু যিশু যেন আমাদের জীবনে জন্ম নিতে পারেন, সেই প্রস্তুতিই হোক এই সময়ের প্রধান লক্ষ্য।
প্রার্থনা করি, এই আগমনকালে আমরা সকলে মারিয়ার বিশ্বাস থেকে অনুপ্রেরণা নিয়ে ঈশ্বরের উপস্থিতিকে আনন্দের সঙ্গে গ্রহণ করতে পারি। আমেন।
👁 মোট ভিজিট: 132
← সব আর্টিকেল
Melody-of-Prayer