যীশুর-স্বর্গারোহণ

যীশুর-স্বর্গারোহণ

যীশু শূন্যপথে, চড়িয়া মেঘরথে

যীশু শূন্যপথে, চড়িয়া মেঘরথে যাইতেছেন লভিতে স্বর্গ-সিংহাসন ।
শিষ্যগণ দুঃখে, থাকে উর্ধ্বমুখে, বলে, ছিলাম সুখে তাঁহার সদন।।
১। স্বর্গ ত্যজি' তিনি আসি' এ ধরায়
ক্রুশে মরি' তারি পাপী সমুদয়,
পাপী-হিত তরে যান স্বর্গপুরে
পবিত্রাত্মারে করিতে প্রেরণ।।
২। আত্মমেধযজ্ঞে রক্ত করি' দান
কিনিলেন যীশু মানবের প্রাণ
ভক্তদের স্থান করিতে নির্মাণ
যান স্বর্গপুরে পিতার ভবন।।

প্রভু যীশু করিয়াছেন

প্রভু যীশু করিয়াছেন স্বর্গে আরোহণ
এসেছিলেন মর্তপুরে পাপীদের কারণ।।
১। জৈতুন নামক গিরি ’পরি আশীর্বাদ প্রদান করি'
বিশ্বাসী সবার সম্মুখে স্বর্গেতে গমন ।
২। প্রেরিতগণ আর মা কুমারী রহেন ঊর্ধ্বে দৃষ্টি করি'
কিন্তু তখন ত্রাণকর্তার না পাইল দর্শন ।
৩। দুই দূতের এই কথন - হে গালিলীয় লোকগণ
আবার যীশু এ ভুবনে করবেন আগমন ।
৪। যাও যাও যাও সবে, চল প্রভুর শিক্ষাভাবে
মরণান্তে দেখতে পাবে ঐ যীশুর চরণ ।।

Melody-of-Prayer