Faith Platform

প্রেরিতগণের শ্রদ্ধামন্ত্র

স্বর্গ-মর্তের স্রষ্টা, সর্বশক্তিমান পিতা ও তার অদ্বিতীয় পুত্র আমাদের প্রভু যীশু খ্রিস্টে আমি বিশ্বাস করি; যিনি পবিত্র আত্মার প্রভাবে গর্ভস্থ হইলেন, কুমারী মারিয়া হইতে জন্ম গ্রহণ করিলেন, পোন্তিয় পিলাতের শাসনকালে যাতনাভোগ করিলেন, ক্রুশবিদ্ধ, গতপ্রাণ ও সমাধিস্ত হইলেন, পাতালে অবরোহণ করিলেন; তৃতীয় দিনে মৃতদের মধ্য হইতে পুনরুত্থান করিলেন; স্বর্গারোহণ করিলেন, সর্বশক্তিমান পিতা ঈশ্বরের দক্ষিন পাশে উপবিষ্ট আছেন, সেই স্থান হইতে জীবিত ও মৃতদের বিচারার্থে আগমন করিবেন। আমি পবিত্র আত্মায় বিশ্বাস করি, পুণ্যময়ী কাথলিক মণ্ডলী, সাধুগণের সমবায়, পাপের ক্ষমা, শরীরের পুনরুত্থান এবং অনন্ত জীবন বিশ্বাস করি। -আমেন।

অনুতাপ নিবেদন

হে ঈশ্বর, আমি অনুতপ্ত হইয়া আমার সকল পাপের ক্ষমা প্রার্থনা করি, আমি পাপ ঘৃণা করি, কারণ তদ্বারা আমি স্বর্গসুখ বিরহিত ও তোমার চরম দণ্ডের যোগ্য হইয়াছি, বিশেষতঃ আমার প্রিয় ত্রাণকর্তার যাতনাভোগ ও মৃত্যুর কারণ হইয়াছি এবং তোমার ঐশ্বর্য তুচ্ছ করিয়াছি, আমি দৃঢ় সংকল্প করিতেছি যে, তোমার প্রসাদে তোমাকে আর অসন্তুষ্ট করিব না এবং পাপের সংস্পর্শ পরিহার করিব। -আমেন

বিশ্বাস নিবেদন

হে ঈশ্বর, তোমার প্রকাশিত, পুণ্যময়ী কাথলিক মণ্ডলী দ্বারা প্রদর্শিত তত্ত্ব আমি দৃঢ়রূপে বিশ্বাস করি, কারণ তুমি সত্যস্বরূপ, সর্বজ্ঞ ও প্রতারণার অতীত। প্রভু, বর প্রদান কর, এই বিস্বাসে যেন আজীবন স্থির থাকিতে পারি।

আশা নিবেদন

হে ঈশ্বর, আমি আশা করি যে, তুমি যীশুখ্রীষ্টের পুণ্যে আমাকে পাপ মুক্ত করিবে, সদাচরণে নিষ্ঠা ও অনন্ত জীবন দান করিবে, কারণ তুমি অসীম, দয়ালু, সর্বশক্তিমান ও সত্যব্রত। প্রভু, বর প্রদান কর, এই আশায় যেন আজীবন স্থির থাকিতে পারি।

রক্ষক দূতের কাছে প্রার্থনা

হে, ঈশ্বরের দূত, তুমি আমার রক্ষক, ঐশ্বরিক করুনায় আমি তোমার হাতে সমর্পিত হয়েছি; তুমি অন্ধকার দীপ্তিময় কর, আমাকে পাপ থেকে রক্ষা কর, আমাকে চালাও ও শাসন কর। – আমেন

Melody-of-Prayer