আগমনকাল

আগমনকাল

তুমি এসো, হে প্ৰভু তুমি এসো

তুমি এসো, হে প্ৰভু তুমি এসো, এই আঁধারের মাঝে তুমি এসো
এই হতাশার মাঝে তুমি এসো, এই নিরাশার পৃথিবীতে
আশা নিয়ে তুমি এসো।।
১। আমরা রয়েছি জেগে মুক্তির আশায় ভোরের প্রতীক্ষায় রয়েছি জেগে
তুমি শিশিরের মত আজ ধরণীর বুকে প্রভু, নেমে এসো।।
২। আমরা রয়েছি জেগে শান্তির আশায় সুখের প্রতীক্ষায় রয়েছি জেগে
তুমি প্রেরণার বাণী দিয়ে ধরণীর বুকে প্রভু, নেমে এসো।।

ঐ দেখ, প্রভু আসেন

ঐ দেখ, প্রভু আসেন
প্রভু আসেন ত্রাতা হয়ে, ত্রাতা হয়ে ধরা তলে ।।
মুক্তির বাণী নিয়ে
বাণী তব দেহ হয়ে
আঁধারে জ্যোতি নিয়ে
প্রভু আসেন, আসেন নভোতলে ।।
ভয়ের মাঝে অভয় হ'য়ে
নিরাশায় আশা নিয়ে
জনমে জনম নিয়ে
প্রভু আসেন, আসেন মহীতলে ।।

সিয়োনের যাত্রা পথে

১। সিয়োনের যাত্রা পথে
ভয় করো না বৃথা মন যে আমার।
আব্রাহামের ঈশ্বর, ইসাহাকের ঈশ্বর
যাকোবের ঈশ্বর সঙ্গে আছে ভাই।।

২। মানুষের চোখে আমি
হীন হলেও দুঃখ কিছুই নাই ।
ঈশ্বরের চোখে আমি
চির শ্রেষ্ঠ হতে সদা চাই ।।

৩। ঈশ্বরই আশ্রয় আমার
চাহি না কিছু আমি আর ।
চির সহায় যে আমার
সে তো নিরাপদ আশ্রয় আমার।।

৪। আর কিছু চাই না, প্ৰভু
সব কিছু দিয়েছো তুমি ।
স্বর্গ হতে মান্না দানে
লালন পালন করেছ মোদের।।

৫। ঝড় তুফানে নৌকা আমার
কাৎ হয়ে যায় মাঝ নদীতে।
বিপদ বেলায় ডাকি যাঁরে
দেখি তাঁরে নৌকার উপরে।।

আমরা আছি বিপুল আশায়

আমরা আছি বিপুল আশায়
আসিবেন মহারাজা মহা মহিমায় ।।

অন্ধকারে আসিবে জ্যোতি
নিশির পরে প্রভাত ভাতি ।
সকল প্রাণী উঠিবে জেগে
তাঁহারই বন্দনায় ।।

আনিবেন তিনি মুক্তির বাণী
পঙ্কিলতায় আঘাত হানি'
পাপের দেশে আসিবে ভালো
তুষার শুভ্রতায়।।

এসো হে আলোর ঝর্ণাধারা

এসো হে আলোর ঝর্ণাধারা, এসো হে চির বসন্ত ।
এসো এসো তুমি উজ্জ্বল তারা, দীপ্ত করো দিগন্ত ।।
তোমার আলো মুছে দিক আজি গ্লানিমাখা কালো অন্ধকার ।
মনের গভীর আঁধারে যে আছে, হোক সে দীপ্ত অনিবার।
ধরণীরে প্রভু করো প্রভাময়, সুপ্ত ধরা হোক জীবন্ত ।।

চন্দ্র সূর্য গ্রহ তারা

চন্দ্র সূর্য গ্রহ তারা তোমার মহিমা গায়
পাপের বোঝা লাঘব করিতে
এসো হে জ্যোতিৰ্ময় ।।
বারতা শুনি যে হৃদয়েতে, হে মহিমাময় ।
ক্ষমা কর মোর পাপরাশি, তুমি হে চিন্ময়
প্রাণে প্রাণে বহিয়া লও করুণা ধারা।।
মুখর পৃথিবী প্রসাদ-গীতি পাখিরা সব গায়
শাশ্বত বাণী প্রচারিতে ধরণী মধুময় ।
গৌরব হোক তোমারই জয় আনন্দধারা।।

ওগো জেরুশালেম

ওগো জেরুশালেম, ওগো কন্যা
আনন্দ করো, করো উল্লাস
তুমি পরমা ধন্যা, ওগো কন্যা ।
দেখ, তোমার রাজার আগমন
এগিয়ে এসো গো করো তাঁরে বরণ ।।
সিওন নগরী, কিসে তব ভীতি
চেয়ে দেখো তব আসন্ন মুক্তি ।
দেখো, তোমার রাজার আগমন
এগিয়ে এসো গো করো তাঁরে বরণ ।।

হে বাণী স্বৰ্গীয়

হে বাণী স্বৰ্গীয়
আগমন তব পরম পিতার বক্ষ হতে
এসো এসো এ ধরণীতে।
জ্বালো হে প্ৰভু, আত্মা মোদের তব প্রেমে
মর্তে যেন মৃত হয়ে
থাকি জাগ্রত তব আনন্দে ।।

হবে তাঁর আগমন

হবে তাঁর আগমন
আমরা অনুক্ষণ রয়েছি প্রত্যাশায় মুক্তি প্রতীক্ষায়
হবে তাঁর আগমন ।।
লভিব মুক্তিপণ, লভিব পরিত্রাণ তাঁরি মহাকরুণায় ।
হবে তাঁর আগমন । ।
আজি তাঁর পানে চাহি
প্রহরী যেমন ভোরের লাগিয়া চাহি রহে দূর পানে ।
আজি তাঁর পানে চাহি
আসিবেন তিনি, বন্দিত তাঁর নন্দিত জয়গানে ।।

বাতাস এনেছে বয়ে

বাতাস এনেছে বয়ে এক শুভ বাণী
শোন শোন শোন--
শোন তান আগমনী ।।

অমানিশা রবে না, দূর হবে হতাশা
ব্যাকুল চিত্ত হবেরে শান্ত, পূর্ণ হবে আশা ।।

পড়েছে সাড়া বনে সকল প্রাণে প্রাণে ।
বিস্বভূবন ভরেছে তাঁরি গানে গানে ।।

Melody-of-Prayer