Contact with us!

Contact with us!

আরাধ্য-সংস্কার

আরাধ্য-সংস্কার

পূজি এসো সবে ধন্য

পূজি এসো সবে ধন্য সাক্রামেন্ত,করি নমস্কার ।
১। হইল আনন্দ, আইলা বন্ধু আনন্দ-আগার
সর্বগুণাকর, প্রেমের সাগর, জীবন আধার ।
২। জীবনরত্ন, তোমারে এখন পূজি সর্বজন ।
হৃদি মাঝারে, করুণা ক'রে বসতি কর আমার ।
৩। তোমারি জোরে এ মর্তপুরে বাঁচিবে জীবন
এস হে অন্তরে করুণা করে, কৃপা দাও, মূলাধার ।

ধন্য পরমেশ্বর

ধন্য পরমেশ্বর ।
ধন্য তাঁহার পবিত্র নাম ।
ধন্য প্রকৃত ঈশ্বর ও প্রকৃত মানব, ধন্য যীশু খ্রীষ্ট ।
ধন্য যীশুর নাম ।
ধন্য তাঁহার পরম পবিত্র হৃদয় ।
ধন্য তাঁহার অমূল্য রক্ত ।
ধন্য বেদীর আরাধ্য সংস্কারে ধন্য যীশু।
ধন্য সহায়ক পবিত্র আত্মা ।
ধন্যা মহিমময়ী ঈশ্বর-জননী পবিত্রতমা মারীয়া ।
ধন্য তাঁহার পুণ্যময় অমল-উদ্ভব ।
ধন্য তাঁহার গৌরবময় স্বর্গোন্নয়ন ।
ধন্য খ্রীষ্টজননী কুমারী মারীয়ার নাম ।
ধন্য তাঁহার পুণ্যশীল স্বামী সাধু যোসেফ।
ধন্য পরমেশ্বর, তাঁহার স্বর্গদূত ও ভক্তগণের মহিমায় ধন্য।

Melody-of-Prayer